রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার



বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার চন্দ বলেছেন, শিক্ষার কোনো বিকল্প নেই, তাই আজকের শিক্ষার্থীদের মনোযোগসহকারে পড়ালেখা করে আগামীদিনের যোগ্য মানুষ হতে হবে। তিনি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে, তারা আমাদের ভবিষ্যত। তিনি আজ সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহমন গড়ে তুলতে হবে। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান।

বিদ্যালয়ের শিক্ষক রিপন বর্মণ, আনোয়ার হোসেন ও মফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্মল চন্দ্র বণিক, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু, কলেজ গভর্ণিংবডির সাবেক সদস্য বাবরু মিয়া মেম্বার, তাহির উদ্দিন, হেলিম উল্লাহ, আব্দুল হাকিম লাভলু, বর্তমান এডহক কমিটির সদস্য জিহাদ আহমদ, সমাজকর্মী মিজানুর রহমান মির্জা, প্রভাষক কয়েছ আহমেদ, গৌছ উদ্দিন, ছালেহ আহমদ, জাকারিয়া টিপু, ওয়াসিমুর রহমান, রতন কুমার, সিনিয়র শিক্ষক আতাউর রহমান, শিহাবউদ্দিন, অসিত দাশ, বাসন্তি রাণী চক্রবর্তী, বুশরা বেগম, আব্দুল মুক্তাদির নাহিদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!