গরুচুরি, মোবাইল চুরিসহ নানা অপরাধ দমনের লক্ষে এবং অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বালাগঞ্জের মোরারবাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ান বাজার ইউনিয়নবাসীর উদ্যোগে গত রোববার (০৭ সেপ্টেম্বর) রাত ৮টায় স্থানীয় মোরারবাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আশিকুর রহমান আশিক।
সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সুরুজ আলী, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ কুতুব উদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল বেলাল, বিএনপি নেতা হাজী আব্দুল জলিল, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য শামসুল ইসলাম হিরণ, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য রুকিয়া খাতুন, ইনা বেগম, রুকিয়া বেগম, বিশিষ্ট মুরুব্বি ইছরাক আলী, ছুরাব আলী, শফিক মিয়া, আনোয়ার আলী, রফু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা সাম্প্রাতিক বিভিন্ন গ্রামে গরুচুরি, মোবাইল চুরিসহ নানা অপরাধ তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বক্তারা এসব অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।




