পূর্ব গৌরীপুর সমাজকল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের পক্ষ থেকে ২লাখ ৬৫হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৩৯টি সুবিধাবঞ্চিত পরিবারকে নগদ ৫হাজার টাকা করে এ অনুদান বিতরণ করা হয়। পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি জয়নাল আবেদীন পেছন মিয়া।
সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক শেখ জুয়েল রানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুহেল আহমদ, সমাজসেবক আতিক মিয়া, আব্দুর রশিদ মাস্টার, শিক্ষানুরাগী দেলোয়ার আল
হুসাইন, মুকিত আহমদ চৌধুরী, আবুল হোসেন, তরুণ সমাজকর্মী আমিনুল ইসলাম নাঈম, মারুফ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অনুদান প্রদানের জন্য পূর্ব গৌরীপুর সমাজকল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।




