আর্জেন্টিনার সোল দে মায়োর সঙ্গে জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছে অনেক আগেই। ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে তার। সেই সূত্রেই দেখা হয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে। এসময় এএফএ সভাপতি তাপিয়ার অফিসে ‘জামাল ভূঁইয়া ৬’ জার্সি নিয়ে ছবি তুলেছেন জামাল ও তাপিয়া দুজনই। তাপিয়ার আতিথেয়তায় মুগ্ধতা ঝরেছে জামালের কণ্ঠে।
এরপর এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া ইন্সটাগ্রামে ভ্যারিফাইড আইডি থেকে জামালের সঙ্গে ছবি প্রকাশ করেন। জামালের জাতীয় দলের জার্সি হাতে দুজনের ছবিতে তিনি লিখেছেন, ‘দেখা করার জন্য ধন্যবাদ জামাল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ফুটবলে আপনাকে স্বাগত।’
ক্লদিও তাপিয়ার পর জামাল ভূঁইয়া নিজেও প্রকাশ করেছেন দুজনের ছবি। মঙ্গলবার তাপিয়ার সঙ্গে ছবি শেয়ার করে জামাল লেখেন, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট ক্লদিও ‘চিকি’ তাপিয়াকে তার অফিসে আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ। আমরা দুজনই বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের একে অন্যের প্রতি ভালোবাসার বিষয়ে ঐক্যমত এবং আশা করি ভবিষ্যতে এটা দারুণ কিছু উপহার দেবে আমাদের।’
জামালের আর্জেন্টিনা অধ্যায়টা অবশ্য শুরু হয়েছে বেশ দারুণভাবে। প্রথমদিনেই ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন। আর্জেন্টাইন সমর্থকরাও তাকে বরণ করেছেন ‘ওয়েলকাম জামাল’ ব্যানার দিয়ে। বাংলার অধিনায়ক সেই ভালোবাসার প্রতিদান দিয়েছেন গোল করে। দলকেও দিয়েছেন স্বস্তির জয়।
অবশ্য সেই এক ম্যাচ খেলেই দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন জামাল ভূঁইয়া। দেশের মাটিতে আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে।