সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লিটনের জ্বর এখনো কমেনি, এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে অনিশ্চয়তায় লিটন



৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু এশিয়া কাপের প্রাক্কালে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন লিটন কুমার দাস। দলের অন্যতম সেরা এই ব্যাটারকে হারিয়ে বেশ বিপাকেই আছে টিম টাইগার। গতকাল দলের সঙ্গে তিনি এশিয়া কাপে যেতে পারেননি। আজ সোমবারও তেমন কোনো সম্ভাবনা নেই।

এমতাবস্থায় লিটনকে কবে নাগাদ শ্রীলঙ্কা পাঠানো যাবে কিংবা আদৌ তিনি এশিয়া কাপে খেলতে পারবেন কি না, এসব নিয়ে এখনো ধোঁয়াশায় আছে বিসিবির মেডিক্যাল বিভাগ। তবে বিসিবির মেডিক্যাল বিভাগের একটি সূত্র জানিয়েছে, লিটনের জ্বর সারছে না। ওষুধ খেলে কমছে, পরে আবার জ্বর আসছে।

এশিয়া কাপের বাংলাদেশ দলে ওপেনার হিসেবে আছেন লিটন দাস, তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ নাঈম শেখ। তাদের মাঝে লিটন যদি খেলতে না পারেন, তাহলে বিকল্প ওপেনার পাঠাতে হবে শ্রীলঙ্কায়। তবে এই মুহূর্তে তেমন কোনো ভাবনা নেই বিসিবির। তারা লিটনের সুস্থতার জন্য অপেক্ষা করছে। লিটন সুস্থবোধ করলেই তাকে শ্রীলঙ্কার বিমানে ওঠানো হবে বলে এখন পর্যন্ত সিদ্ধান্ত।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!