আইয়ুব বিরোধী আন্দোলনের কিংবদন্তি ছাত্রনেতা, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আনহার মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক এবং আগামী সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি এমরানুর রহমান ইমরান, বালাগঞ্জ প্রতিদিন সম্পাদক মুহাম্মাদ শরীফুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ মতিন বাদশাহ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল প্রমুখ।
এছাড়াও বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাশ ভূলন, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, এস এম হেলাল ও তারেক আহমদ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।