বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। যুবকের নাম আবিদ আহমদ (১৯)। তার বাবার নাম আব্দুস শহিদ। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ বদিউজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১২ নভেম্বর) সকালে পরিবারের লোকজন ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় আবিদের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। সংবাদ পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকালে মৃতদেহ বাড়িতে আনা হয়। এরপর বাদ মাগরিব জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ বদিউজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। রাতে আলাপকালে তিনি জানান, সকালে সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। বাদ মাগরিব জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।