রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার পরিদর্শন, দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ১২ দিনের ছুটির সম্ভাবনা



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি মন্দিরে পৌঁছান। এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এক মতবিনিময় সভায় অংশ নেন।

এদিকে দুর্গাপূজাকে ঘিরে দেশের স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিন ছুটি ভোগ করতে পারবে। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসব উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর লক্ষ্মীপূজা পালিত হবে। যদিও লক্ষ্মীপূজা ঐচ্ছিক ছুটি হিসেবে তালিকাভুক্ত, অধিকাংশ প্রতিষ্ঠানে তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানকে এই সময়সূচি মানতে হবে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দুর্গাপূজায় সরকারি দপ্তরগুলোতেও টানা ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরাও চার দিনের টানা ছুটি কাটাতে পারবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!