রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সংগ্রহে- যোবায়েদা বেগম

লোকসাহিত্য: দেশ-বিদেশের বিচিত্র প্রবাদ প্রবচন-২



 যে খেয়েছে কেওড়া ঝোল, সে ভুলেছে মায়ের কোল  বাঁচতে হলে বেশিদিন, হাটুন প্রতিদিন  গোলাপেরও কাঁটা আছে  ঘুমন্ত শৃগালের মুরগী জোটে না  ঘোড়া দেখলে খোঁড়া  আচারে বাড়া, বিচারে এড়া  এক কাঠি বাজে না  কপাল গুণে, গোপাল ঠাকুর  নুন খাই যার, গুণ গাই তার  বোকার হাসি দশবার  ভাই ভাই, ঠাঁই ঠাঁই  ভরা কলসি নড়ে না  শূন্য কলসি বাজে ভালো  খালি পাতিল বাজে বেশি  সঙ্গ দেখে লোক চেনা যায়  শেষ রক্ষাই রক্ষা  আদা শুকালেও ঝাল যায় না  এক হাতে তালি বাজে না  কপালের লিখন না যায় খন্ডন  গোড়া কেটে আগায় জল  সেচ দিয়ে করে চাষ, তার সব্জি বার মাস  রোদে ধান, ছায়ায় পান  কাজ নাই, কষ্ট নাই  মনে মনে লঙ্কা ভাগ  গাছে কাঁঠাল গোঁফে তেল  ধরি মাছ, না ছুঁই পানি  বিমাতা বিষের ঘর  বানরের গলায় মুক্তার মালা  হাটে হাড়ি ভাঙ্গা  হাত ঝাড়লে পর্বত  বাঁশের চেয়ে কঞ্চি বড়  গায়ে মানে না আপনি মোড়ল  আউশ ধানের চাষ, লাগে তিন মাস  দশের লাঠি, একের বোঝা  দুধের সাধ, ঘোলে মিঠে না  বাশের ধারে হলুদ দিলে, খনা বলে দ্বিগুণ ফলে  বিপদে বন্ধুর পরিচয়  বিপর্যয় অভিশাপ নয়, আশীর্বাদ  দিন থাকতে বাধে আইল, তবে খায় বহু সাইল  কামলা, আপনি সামলা  অতি দর্পে হত লঙ্কা  অতি আদরে সন্তান নষ্ট  বেচা গরুর চর্বি বেশি  গিন্নির পাপে গেরস্থ নষ্ট  এক চাঁদে জগৎ আলো  এক মুখে তিন কথা, শুনে লাগে মনে ব্যাথা  ঘোল, কুল, কলা, তিনে নাশে গলা  কুকুরের পেটে ঘি সহে না  ক্ষমাও পরম ধর্ম  স্পষ্ট কথায় কষ্ট নাই  সব ঝিনুকে মুক্তা নাই  মারের চোটে ভূত পালায়  যত দোষ নন্দ ঘোষ  রতনে রতন চিনে  রান্œা খেতে, কান্না পায়  যে সহে, সে রহে  গিন্নির উপর গিন্নিপনা, ভাঙ্গা পিঁড়েয় আল্পনা  কিসে আর কিসে, ধানে আর তুষে  নড়তে পারে না, কামান ঘাড়ে  না পড়েই পন্ডিত  মরণের সময় অসময় নাই  নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো  উঠান ভরা লাউ শশা, ঘরে তার লক্ষ্মীর দশা  ব্যর্থতা সাফল্যেরই ভিত্তি ভূমি  বেশি আড়ম্বরে কাজ হয় না  আপন কখনো পর হয় না  আগাছার বাড় বেশি  শিয়ালের কাছে মুরগী বর্গা  বিন্দু বিন্দু বৃষ্টি, পুকুরের সৃষ্টি  থাকে যদি বন্ধুর মন, গাঙ্গ পার হতে কতোক্ষণ  পান পোত শ্রাবণে, খেয়ে না ফুরায় রাবণে  মাঘে মুখি, ফাল্গুনে চুখি, চৈতে লতা, বৈশাখে পাতা  পরের ধনে পোদ্দারী  পাপে ছাড়ে না বাপ  শ্রীবুদ্ধি প্রলয়ঙ্করী  অতি বড় রূপসীও না পায় বর, অতি বড় ঘরণীও না পায় ঘর  সব কাজে যার হুশ, তারে কয় মানুষ  যত পাই, তত খাই  রাই কুড়িয়ে বেল  নুন ছাড়া ঘি মাটি  মানুষ অভ্যাসের দাস  আপন ঘরে সবাই রাজা  শেষ রক্ষাই রক্ষা  বিধির লিখন, না যায় খন্ডন  পথ চলবে জেনে, কড়ি নেবে গুণে  সূর্যের চেয়ে বালু গরম  যে সহে, সে রহে।

সংগ্রাহক: কৃষি, হোমিওপ্যাথি ও লোকসাহিত্য অনুরাগী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!