রোহিঙ্গা সংকটের মূল উৎপত্তি মিয়ানমারে, আর এর সমাধানও সেখানেই নিহিত—এমন মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্দশা দূর করতে হলে মিয়ানমারকে সাহসী পদক্ষেপ নিতে হবে।
গ্রান্ডি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তা দিতে পারে, তবে স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য।





