
ছবি: সংগৃহীত
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার, ১৬ অক্টোবর। সকাল ১০টায় একযোগে দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৬৯ হাজার ৯৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে ও ৪১ হাজার ৯১৬ জন মেয়ে। গত বছরের তুলনায় এবার সিলেট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১৩ হাজার ২৩৪ জন।
বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে অংশ নেয় ১২,৯৮০ জন, মানবিক বিভাগে ৪৭,৭২৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯,২২৮ জন শিক্ষার্থী।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী—
সিলেট জেলায় পরীক্ষার্থী ৩১,১৬১ জন (ছেলে ১৩,২৫১, মেয়ে ১৭,৯১০)।
সুনামগঞ্জে ১২,৭২৮ জন (ছেলে ৪,৯০৩, মেয়ে ৭,৩৭৯)।
মৌলভীবাজারে ১৪,২০৯ জন (ছেলে ৫,৩২৭, মেয়ে ৮,৮৮২)।
হবিগঞ্জে ১১,৮৩৩ জন (ছেলে ৪,৫৩৪, মেয়ে ৭,২৯৯)।
এদিকে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার তিনটি কলেজ— বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নর্থইস্ট বালাগঞ্জ কলেজ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষার্থীরা এখন অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষায় দিন গুনছেন। কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, আগের বছরের মতো এবারও বালাগঞ্জের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।
ফলাফল জানা যাবে তিনটি উপায়ে—
১️⃣ ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে।
২️⃣ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
৩️⃣ মোবাইল এসএমএসের মাধ্যমে— “HSC<স্পেস>বোর্ডের তিন অক্ষর<স্পেস>রোল<স্পেস>২০২৫” লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
এছাড়া ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।
উল্লেখ্য, এ বছর সারাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।



