সোমবার (৩০ আগস্ট) বিকালে দক্ষিণ সুরমার ৪নং কুচাই ইউনিয়নে এ গণসংযোগ করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামাল, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল আহমদ কাবুল, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম, কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।