যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজার এলাকার প্রবাসীদের সংগঠন ‘খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট’-এর এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (০৫ জুলাই) বাংলাদেশ সময় ভোরে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সাংগঠনিক বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় যুক্তরাজ্যে অবস্থানরত সংগঠনের ট্রাস্টি এবং সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় মতামত ব্যক্ত করেন জুবায়ের আহমদ খান, মোহাম্মদ জায়েদ আল-মাহফুজ জয়দু, নাজমুল হক বাবলু, অহিদ খান, হাবিবুর রহমান তারন মিয়া, মাহফুজুল করিম, রফিকুল ইসলাম খান, মাসুদুল করিম, শাহ ইকবাল হুসেন সুমন, আবুল কালাম সরকার, আখতার হোসেন, জুবের আহমদ খান, খোকন, মাসুম, আমিনুর রহমান, কয়েছ মিয়া, ফুয়াদ আহমদ প্রমুখ।
এদিকে ‘খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট’-এর ভার্চুয়াল সভায় ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, খাগদিওর গ্রামের বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী সদ্য প্রয়াত মকবুল হোসেনের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় বক্তারা প্রয়াত মকবুল হোসেন মেম্বারের বিভিন্ন সামাজিক কার্যক্রমের উল্লেখ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সভায় বক্তারা প্রয়াত মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।