
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকার মসজিদ পরিচালনাকারী শীর্ষ সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’-এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত এ নির্বাচনে সংগঠনের ভোটার ও প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমান। তাকে সহযোগিতা করেন সিনিয়র অফিসার আজম খান ও কয়েছ আহমেদ। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মায়ুম তালুকদার, কাউন্সিলর সাফি আহমেদ, কামরুল হোসেন, বেলাল উদ্দিন ও ফারুক খান।
নবনির্বাচিত কমিটি (২০২৫–২০২৭)
চেয়ারম্যান: হাফেজ মাওলানা শামসুল হক
জেনারেল সেক্রেটারি: সিরাজুল ইসলাম হীরা
ট্রেজারার: মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল
সিনিয়র ভাইস-চেয়ারম্যান: আলহাজ্ব ফারুক আহমদ
ভাইস-চেয়ারম্যান: মুহাম্মদ শামসুল হক
ডেপুটি সেক্রেটারি: মাহফুজ রব
এক্সিকিউটিভ মেম্বার: মুহাম্মদ আতিক মিয়া, বসির আহমদ, নুরুল উল্লাহ, নুরুল আমিন, মুসলেহ উদ্দিন, ইতাওয়ার হোসেন মুজিব, আরজু মিয়া, মহিন উদ্দিন মজুমদার ও আতাউর রহমান।
আগামী দুই বছর এই কমিটি টাওয়ার হ্যামলেটসের মসজিদ পরিচালনার কেন্দ্রীয় সংগঠনটির নেতৃত্ব দেবে।
ঐক্য ও নিরাপত্তা জোরদারের আহ্বান
সভায় প্রধান অতিথি মেয়র লুতফুর রহমান বলেন, “ফার-রাইট গোষ্ঠীর ঘৃণা ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে আমাদের ঐক্যই সবচেয়ে বড় জবাব।” তিনি সম্প্রদায়ের সংহতি ও নিরাপত্তা রক্ষায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, দারুল উম্মাহ মসজিদের চেয়ারম্যান সালিসিটার আহমেদ মালিক, হেকনি রোড শাহ পরান মসজিদের ভাইস চেয়ারম্যান নূর বক্স, বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান আব্দুল বারী, সেক্রেটারি মঞ্জুর আলি প্রমুখ।
বক্তারা বলেন, কাউন্সিল অব মস্ক শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা মাদক ও সামাজিক অপরাধ রোধে মসজিদগুলোর কার্যকর ভূমিকা জোরদারের আহ্বান জানান।



