রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

এনসিপির পছন্দের তালিকায় ‘শাপলা কলি’, প্রতীক বরাদ্দে আবেদন নির্বাচন কমিশনে



প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার দলটি নির্বাচন কমিশনের তালিকা থেকে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলির মধ্যে একটি প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করেছে।

রোববার (২ নভেম্বর) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জহিরুল ইসলাম মুসা জানান, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ‘শাপলা কলি’সহ কয়েকটি নতুন প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। এর ধারাবাহিকতায় এনসিপি আজ কমিশনে প্রতীক নির্বাচনের আবেদন জমা দিয়েছে। তাদের পছন্দের ক্রমে প্রথমে রয়েছে শাপলা, দ্বিতীয় সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি।

তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশন এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দেয়, দলটি সেটিই গ্রহণ করবে। শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি—এই তিনটি প্রতীকই আমাদের পছন্দের তালিকায় রয়েছে। এনসিপির আবেদন বিবেচনায় নিয়ে কমিশন চাইলে গণবিজ্ঞপ্তি জারি করতে পারে।

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন প্রতীকের তালিকা সংশোধন করে নতুন করে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যেই জারি করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!