রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ



সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে ৭নং ওয়ার্ডের সদস্য মো. লুকন মিয়ার উদ্যোগে বালাগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ১৭ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার খাঁপুর গ্রামে এলাকার শতাধিক অসহায় লোকদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এমএ মালেকের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মো. লুকন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আহমদ আলী, দেওয়ান বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আব্দুস ছত্তার, উপজেলা কৃষকলীগ নেতা মো. তারা মিয়া, ছুরাব আলী, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কুবেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফরিদ উদ্দিন, যুবলীগ নেতা সুহেল বারী, রুহুল আমিন, ইসলাম উদ্দিন, শফিকুল ইসলাম, রুহেল আহমদ, ছাত্রলীগ নেতা রাফি হোসাইন, সিদ্দিকুর রহমান প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!