রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ

শেষ দুই ম্যাচের দলে সাকিব-মোস্তাফিজ-সৌম্য



জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে শেষ দুই ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন আর পেসার শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!