বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে ফাহিম সু-ষ্টোরের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইব্রাহিমপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কাওসার আহমদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল ইসলাম সালেহ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. আহমদ আলী, সৌদি আরব প্রবাসী সমাজকর্মী আব্দুল লতিফ নানু মিয়া, প্রবীণ মুরুব্বি আফতর আলী মুন্সি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন আনোয়ার, সমাজকর্মী আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, মোরারবাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন, সুহেল আহমদ এবং ফাহিম সু-ষ্টোরের প্রোপাইটর মো. ফারুক মিয়া প্রমুখ।