যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিভিক এ্যাওয়ার্ড প্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী জামাল আহমদ খানকে বালাগঞ্জে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদরস্থ লতিফা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জুনেদ মিয়ার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক, আজিজুর রহমান লকুছ, এমএ মতিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, যুক্তরাজ্যের সেফিল্ড আওয়ামী লীগের নেতা নাজমুল হক বাবলু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর শাখার আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ, বালাগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, যুবলীগ নেতা মাহমুদ হোসেন মাছুম, আজিজুল বাশির, আব্দুল হামিদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, বর্তমান সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকুর রহমান মফুর বিজয় করতে একযোগে কাজ করার আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তিনি যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংবর্ধিত অতিথি জামাল আহমদ খানকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন উপজেলা নির্বাচন পর্যন্ত দেশে থেকে নৌকা মার্কার পক্ষে জনমত গঠনে কাজ করার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল এবং ক্রেস্ট প্রদান করা হয়।