রোববার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ বলেন, সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির হাতে তুলে দেয়া হয়।
তিনি আরো জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ চিঠি তাঁর হাতে তুলে দিয়েছেন। যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাঁদেরই এ চিঠি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।