সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাহমুদ উস সামাদ চৌধুরী



আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে নির্বাচনের জন্য সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছকে মনোনীত করেছে দলটি। ইতোমধ্যে মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়ার কাজ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ বলেন, সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির হাতে তুলে দেয়া হয়।

তিনি আরো জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ চিঠি তাঁর হাতে তুলে দিয়েছেন। যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাঁদেরই এ চিঠি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!