রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

টাওয়ার হ্যামলেটসে সাশ্রয়ী আবাসনের নতুন যুগ—উচ্চ ভবনে পরিবারবান্ধব অ্যামেনিটিই ভবিষ্যৎ: মেয়র লুৎফুর



টাওয়ার হ্যামলেটসে জমির সংকট মোকাবিলায় উঁচু ভবনই এখন প্রধান সমাধান—তবে পরিবারের জন্য উপযোগী অ্যামেনিটিসহ। আইল অব ডগস এলাকায় দুটি নতুন আবাসন প্রকল্প পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান।

ঘনবসতিপূর্ণ বরোটিতে প্রায় ২৯ হাজার মানুষ এখনো হাউজিং রেজিস্টারে তালিকাভুক্ত। এই চাহিদা পূরণে শুরু হয়েছে স্মার্ট ডিজাইন ও সুউচ্চ ভবনের মাধ্যমে আধুনিক আবাসন নির্মাণ।

দুটি প্রকল্পে ১২০টি নতুন ঘর

নতুন দুই প্রকল্পে মোট ১২০টি অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে—যার মধ্যে ৪০টি সাশ্রয়ী ভাড়ার জন্য বরাদ্দ এবং অর্ধেকই পরিবার-সাইজড ইউনিট। বেশ কিছু ইউনিট হুইলচেয়ার-অ্যাক্সেসযোগ্য।

ওয়ান থেমস কী—৪৮ তলার আধুনিক আবাসন

চ্যালগ্রোভ প্রোপার্টিজ ও পপলার হারকার নির্মিত ৪৮ তলা ‘ওয়ান থেমস কী’ ভবনে রয়েছে ৭১টি অ্যাপার্টমেন্ট—৪০টি সাশ্রয়ী ভাড়ার ও ৩১টি শেয়ারড ওনারশিপ ইউনিট।
ভবনে আছে শিশুদের খেলার স্থান, সবুজ বাগান, সিনেমা হল, বোলিং অ্যালি ও প্রতিটি ফ্ল্যাটে ব্যক্তিগত ব্যালকনি—সবই বিনামূল্যে ব্যবহারযোগ্য।

হারকোর্ট টাওয়ার—পরিবারবান্ধব ৮ তলা প্রকল্প

লিগ্যাল অ্যান্ড জেনারেল ও বার্কলে হোমসের যৌথ উদ্যোগে নির্মিত ‘হারকোর্ট টাওয়ার’-এ রয়েছে ৪৯টি অ্যাপার্টমেন্ট—এর মধ্যে ১৯টি পরিবার-সাইজড এবং ৫টি হুইলচেয়ার সুবিধাযুক্ত।
এখানে আছে কর্মক্ষেত্র, স্টাডি স্পেস, টিভি রুম ও শিশুদের আলাদা খেলার ঘর।

মেয়র লুৎফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটস ছোট বরো—তাই উঁচু করে নির্মাণ ছাড়া উপায় নেই। তবে ভবনগুলোতে পরিবারবান্ধব অ্যামেনিটি থাকা অত্যন্ত জরুরি। আজকের উন্নয়নগুলো আধুনিক জীবনযাপনের আকর্ষণীয় উদাহরণ।”

দ্রুত বর্ধনশীল এই বরোতে নতুন উন্নয়ন দেখাচ্ছে—টেকসই পরিকল্পনা, স্মার্ট ডিজাইন ও অংশীদারিত্বের মাধ্যমেই গড়ে উঠছে সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ আবাসনের নতুন মানদণ্ড।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!