বালাগঞ্জে ট্রাক চাপায় ঘটনাস্থলেই এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম খুরশেদা বেগম (৮)। সে জগন্নাথপুর উপজেলার তিলক শাহারপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ২য় মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। খুরশেদারা ৩বোন এবং ১ভাই।
এলাকাবাসী ও খুরশেদার আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৮ নভেম্বর) ঘটনার দিন সে তার বাবা এবং দাদীর সাথের মামার বাড়ি আলাপুর গ্রামে বেড়াতে এসেছিল। মামা বাড়িতে আসার পথে গ্রামের সামনের প্রধান সড়কে গাড়ী থেকে নামার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো ট- ২২৪৯৩২) তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুর শিকার হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করেছেন। শিশু খুরশেদার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খুরশেদার মরদেহ ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে।
এদিকে আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে বালাগঞ্জ উপজেলার মোরারবাজার-মাদ্রাসাবাজার-দয়ামীর সড়কে পিকআপ ও টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪জন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় গরু বোঝাই পিকআপটি মোরারবাজার থেকে মাদ্রাসবাজার যাবার পথে স্থানীয় আনোয়ারপুর গ্রামের পাশে মাদ্রাসাবাজার থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকাবাসী আহতদের সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।



