শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

অঙ্কের মারপ্যাঁচে টিকে রয়েছে মেসিদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা!



আইসল্যান্ডের কাছে ১-১ গোলের সমতায় রাশিয়া বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ‘জিততেই হবে’ এমন ম্যাচে ড্র-টাও আসেনি। শুক্রবার রাতে ৩-০ গোলে ক্রোয়াটরা স্রেফ উড়িয়েই দিয়েছে লিওনেল মেসির দলকে।

ম্যাচ সেরা :লুকা মড্রিক, ক্রোয়েশিয়া

এক হার আর এক ড্রয়ে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ড বলা চলে অনেকটাই অনিশ্চিত। অবশ্য ছোট একটা সম্ভাবনা এখনও টিকে আছে। আজ শুক্রবার রাতে আইসল্যান্ড-নাইজেরিয়া ম্যাচে যদি নাইজেরিয়া করতে পারে ড্র, ক্রোয়েশিয়ার কাছেও যদি হেরে যায় আইসল্যান্ড। তবে নাইজেরিয়াকে শেষ ম্যাচে হারাতে পারলেই লিওনেল মেসির দল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা দেখা পাবে দ্বিতীয় পর্বের।

হতাশার চাদরে মোড়ানো এক রাত মেসির জন্য

সমীকরণটা একটা দাঁড়িয়েছে বটে কিন্তু সেটা যে মোটেই সহজ নয় মশ্চেরানোর জানা আছে ভাল করেই। তাই প্রার্থনার সঙ্গে বাকি আজকের ম্যাচেও চোখ রাখছেন ৩৪ বছর বয়স্ক এই ডিফেন্সিভ মিডফিল্ডার, যখন আপনার করার জন্য আর কিছুই বাকি থাকে না। তখন প্রার্থনা আর ভাল একটা ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। শুক্রবারের আগ পর্যন্ত পরের রাউন্ডে কোয়ালিফাই করার ব্যাপারে কিছু বলতে পারছিনা। আমরা অপেক্ষা করছি।

তবে, হারলে বিদায়ের শঙ্কা। বাঁচা-মরার এমন ম্যাচে দলের সেরা খেলোয়াড়েরা সাধারণত নিজেদের নিংড়ে দেন। কিন্তু কাল আর্জেন্টিনার জন্য লিওনেল মেসি কতটুকু কী করেছেন, এ নিয়ে প্রশ্ন উঠছেই খোদ আর্জেন্টিনাতেই।

মেসি ও ব্রজোভিক

রিকার্ডো কারুসো লোমবার্দি—নামটা দুনিয়ার এ প্রান্তে বেশ অপরিচিত হলেও আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে বেশ পরিচিত। বর্তমানে আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের দল তাইগ্রের কোচ এই লোমবার্দি। ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর লোমবার্দি আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের স্রেফ ধুয়ে দিয়েছেন। মেসিকেও ছাড় দেননি। আর্জেন্টিনা দলের প্রাণভোমরাকে তাক করে লোমবার্দির তির, ‘মনে হচ্ছে, মেসি ইচ্ছে করেই খারাপ খেলেছে।’

এদিকে, কাল ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে বেশ প্রাণবন্ত থাকা ম্যারাডোনা ম্যাচ শেষেই রাজ্যের হতাশা পড়ল তাঁর চোখে-মুখে। হাত দিলেন মাথায়, আলতো করে মুছলেন চোখটাও।

কান্না লুকানোর চেষ্টা ম্যারাডোনার। ছবি : রয়টার্স

চোখের সামনে উত্তরসূরিদের এমন অসহায় আত্মসমর্পণ কীভাবে মেনে নিতে পারেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!