পশ্চিমবঙ্গের কলকাতায় নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ কর্তৃক সংবর্ধিত হলেন বালাগঞ্জ থেকে প্রকাশিত লিটলম্যাগ শীতলপাটির সম্পাদক কবি ইমন শাহ্।
৮ জুন কলকাতার ২২ নং রাধানাথ মল্লিক লেন, কলেজ স্ট্রিটে সংগঠনের শুক্রবারের সাহিত্য আড্ডায় তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শুরুতে সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শিশুসাহিত্যিক আনসার উল হক তাঁকে উত্তরীয় প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- বর্ষীয়ান কবি কেষ্ট চট্টোপাধ্যায়, প্রণব সেন, জ্যোতির্ময় সরদার, ইভা চক্রবর্তী, মেঘনাথ বিশ্বাস, পরিতোষ মণ্ডল, জাহাঙ্গীর দেওয়ান, রাখী সরদার, জগদীশ মণ্ডল, জ্যোতির্ময় চক্রবর্তী, বাসুদেব দাস, বিশ্বজিৎ মণ্ডল প্রমুখ কবি সাহিত্যিক।
উপস্থিত সকলেই সঙ্গীত, ছড়া ও কবিতা পাঠ করেন। কবি ইমন শাহ্ বাংলাদেশের শিশুসাহিত্য সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করেন এবং তাঁর স্বরচিত ছড়া-কবিতা পরিবেশন করেন। পরিশেষে ভারতের কবিগণ উপহারস্বরূপ বেশকিছু বই ও পত্রিকা তাঁর হাতে তুলে দেন।