বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আগষ্ট মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগষ্ট) বেলা ১১.০০ঘটিকায় বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হক। সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জালালউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার আফরোজা আতিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ। সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।