রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পার্লামেন্টে চিত্রগ্রাহকের পরা ওয়েস্টকোট ধার করে ছবি তুললেন ইমরান খান!



 

ছবি : ইন্টারনেট

পাকিস্তানে সংসদের রীতি অনুযায়ী নতুন এমপিদের ছবি তুলতে হয়। গতকাল মঙ্গলবার সেই ছবি তুলতে গিয়ে সংসদের এক কর্মচারী তথা চিত্রগ্রাহকের আপত্তির মুখে পড়তে হয় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের।

কারণ, সেই চিত্রগ্রাহক ইমরানের সাধারণ পোষাকে ছবি তোলার বিষয়ে একটু আপত্তি জানান। জহর কোট বা জ্যাকেট না হলে চলে! সংসদের এই চিত্রগ্রাহকের আবদার ফেরাননি ইমরান।

ইমরান এমন কান্ড করে বসলেন যা দেখে বিস্মিত খোদ চিত্রগ্রাহকই। কেননা ইমরান এগিয়ে এসে চিত্রগ্রাহকের পরা ওয়েস্টকোট ধার চাইলেন। ইমরানের এই আবদার শুনে প্রথমে অবাক হয়ে যান চিত্রগ্রাহক। পরে অবশ্য কোটটি ইমরানকে শুধু দিয়েই ক্ষান্ত হননি, পরাতেও সাহায্য করেছেন তিনি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এদিকে, ইমরান খানের এমন ব্যবহারে পরিণত কূটনীতি খুঁজে পাচ্ছেন অনেকেই। নির্বাচনে জয়লাভ করার পরই প্রাসাদপ্রমাণ ভবন ছেড়ে সাদামাটা ভবনে থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এমনকি শপথ গ্রহণে জাঁকজমক ব্যবস্থা করতে রাজি হননি। প্রথম থেকেই তিনি বার্তা দিয়েছেন গরিবের সরকার তৈরি হবে। এর জন্য নিজের জীবনযাপনেও পরিবর্তন আনেন সাবেক এই ক্রিকেট তারকা। গতকাল কোট ধার নিয়ে নয়া নজির গড়লেন তিনি।

সূত্র: খালিজ টাইমস

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!