বুধবার, ২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির নির্বাচন – ২০১৮

গ্রেটার লন্ডনের হ্যারোতে ‘ঘর প্যানেল’ এর সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা



গত ২৯শে আগস্ট, বুধবার রাতে গ্রেটার লন্ডনের হ্যারোতে অবস্থিত কারি মহল রেস্টুরেন্টে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির আসন্ন নির্বাচনে অংশগ্রহনকারী ‘ঘর প্যানেল’ এর সমর্থনে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ঠ কমিউনিটি নেতা জনাব সাঈদ আলী সাহেবের সভাপতিত্বে এবং ঘর প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘর প্যানেলের চেয়ারপার্সন পদপ্রার্থী সফিক উল্লাহ মিছলু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল কুদ্দুছ, ট্রেজারার পদপ্রার্থী আব্দুল হাকিম জিলু সহ আরও কয়েকজন প্রার্থী এবং বালাগঞ্জ-ওসমানীনগরের প্রবাসী নেতৃবৃন্দ। সভায় বক্তারা বালাগঞ্জ-ওসমানীনগরের ঐতিহ্যবাহী এই সংগঠন পরিচালনায় যুগোপযোগী নেতৃত্ব কায়েমের স্বার্থে আগামী নির্বাচনে সফিক-কুদ্দুছ-জিলু পরিষদকে ‘ঘর মার্কায়’ ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।

জনাব রুশন আলীর পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমতির বর্তমান সভাপতি জনাব নেসার আলী সমসু, সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন, আজাদ বক্ত চৌধুরী, অধ্যাপক মাসুদ আহমদ, এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি বদরুল ইসলাম, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসনু, এডুকেশন ট্রাস্টের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু, সাবেক সাধারণ সম্পাদক হারুনূর রশিদ চৌধুরী, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, কারী মহলের স্বত্বাধীকারী এম এ কুদ্দুস, সিরাজুল ইসলাম রফিক, ফিরোজ মিয়া সাজ্জাদ, আনসারুল হক, জিলু মিয়া, হাজী ছুরুক মিয়া, মাসুক মিয়া, নূরুল হল আদম আলী, আবুল কাসেম, রুহুল আমীন দোলন, বদরুজ্জামান চৌধুরী, সালিম মিয়া (শামীম), সাইফুর রহমান, চুনু চৌধুরী, সালেহ আহমদ, আঙ্গুর মিয়া, আব্দুল খালিক, আবু তাহের, ফজলুর রহমান, মাসুক মিয়া, আব্দুল কুদ্দুস মধু, আব্দুস সালাম, ফারুক আহমদ চৌধুরী, রুহেল মিয়া প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!