রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ান বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা

বর্তমান সরকারের আমলে শুধু বিটিভির উন্নয়ন হয়েছে : মুহাম্মাদ দিলওয়ার হোসাইন



সিলেট-৩ আসনে বিশ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী ও খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ দিলওয়ার হোসাইন বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়নের পরিবর্তে শুধু বিটিভির উন্নয়ন হয়েছে। তিনি স্থানীয় এমপি ও আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন, সিলেট-৩ আসনের সবচেয়ে অবহেলিত একটি এলাকা হচ্ছে, দেওয়ানবাজার ইউনিয়ন তথা বালাগঞ্জ উপজেলা। যার প্রমাণ চন্ডিপুল থেকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ পর্যন্ত ভাঙাচুরা এ সড়ক। এসব সমস্যার সমাধানে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিশ দলীয় জোটের সমর্থন নিয়ে সিলেট-৩ আসনে নির্বাচন করার ঘোষণা করে এলাকার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছেন মাওলানা মুহাম্মাদ দিলওয়ার হোসাইন।

২ সেপ্টম্বর ( রোববার) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন খেলাফত মজলিস আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুনিজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উৃপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় নেহার কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আসআদূজ্জামান।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা করছেন ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আসআদূজ্জামান।

সংবর্ধিত অতিথির বক্তৃতায়, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে, সাবেক মন্ত্রী দেওয়ান আব্দুর রব চৌধুরী, সাবেক এমপি এনামুল হক চৌধুরী বীর প্রতীকসহ এলাকার গুনিব্যক্তিবর্গের স্মৃতিচারণ করে সকলের আত্মার শান্তি কামনা করেন।

সংবর্ধিত অতিথির ক্রেষ্ঠ গ্রহন করেছেন, সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক।

দেওয়ান বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রাসেল ও হাফিজ আব্দুল মুক্তাদির লায়েকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দারুল উলুম নূরানীয়া চাম্পার কাঁন্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদ, জামেয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান, জামেয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফিজ সালেহ আহমদ, হযরত শাহ সুলতান (রহ.) মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নুমানুল হক চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা পশ্চিমের সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ আওলাদ, উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, মাওলানা আবদুল বাতিন, উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রশিদ, ছাত্র মজলিস সিলেট সরকারি কলেজের সাবেক সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের তত্ত্বাবধায়ক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক।

অনুষ্ঠানে উপস্থিতির একাংশ

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আবদাল, শ্রমিক মজলিস জেলার সাধারণ সম্পাদক মতিউল ইসলাম মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, কে এম রফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সিলেট সদর উপজেলা শ্রমিক মজলিস সভাপতি ডা. এনামুল হক এনাম, দক্ষিণ সুরমা খেলাফত মজলিসের সহসাধারণ সম্পাদক আবু সুলায়মান, জেলা শ্রমিক নেতা হেলাল আহমদ, দেওয়ানবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি হাফিজ কাওছার আহমদ, ৮নং ওয়ার্ড আহ্বায়ক মাওলানা সাদিকুর রহমান, ২নং ওয়ার্ডের কর্মী মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে সুচিত অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন চেতনা শিল্পী গোষ্ঠীর সদস্যরা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!