ওসমানীনগরে উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক সহ ১৬জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৩ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান করনসী গ্রামের সৈয়দ কাওছার আহমদের বাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওসমানীনগর উপজেলা বিএনপি সভাপতি ও উসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মুতাহির আলী, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ কাওছার আহমদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটি ফখর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গয়াছ মিয়া, উপজেলা বিএনপি নেতা কয়েছ চৌধুরী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬জন নেতা-কর্মী।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বালাগঞ্জ প্রতিদিনকে এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তবে আটক করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন।