৯ সেপ্টেম্বর (রোববার) সকাল ৮ঘটিকায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ বিরতিহীন বাস সার্ভিস শুরু হয়। বিরতিহীন বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, বালাগঞ্জ বাস-মিনিবাস ম্যানেজার শেখ মোঃ ফজলু মিয়া, মোঃ আফাজ আহমদ, সাংবাদিক মোঃ কাজল মিয়া, আলী হোসেন, ছালেক মিয়া, মাসুক মিয়া, আজাদ আলী, সায়মন আহমদ প্রমুখ।
এদিকে বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন জানান, দীর্ঘ ১৪ বছর পর বালাগঞ্জ থেকে সিলেট শহরে বিরতিহীন বাস সার্ভিস শুরু হওয়ায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্টানে কর্মরত লোকজনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তিনি এই বাস সার্ভিস শুরু হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।