বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিপন্ন মানবতা : সাঈদুর রহমান লিটন



রাস্তায় ঘুমানো ছেলেটি
ক্ষুধার জ্বালায় কাঁদছে,
মানুষের বিবেক বুদ্ধি আজ
ইটে পাথরে বাঁধছে।

বস্তিতে ওই কুঁজো বুড়ি
রোগে শোকে ভুগছে,
বিপন্ন মানবতা এই শহরে
স্বার্থের মোহে ধুঁকছে।

পথের মাঝে বস্তা কাঁধে
পথ শিশুটি চলছে,
আয় ক্ষেতে আয় বন্ধু কুকুর
ডেকে ডেকে বলছে।

বুড়া বাবা বোঝা হয়ে
বৃদ্ধাশ্রমে হাঁটছে,
সন্তানের বিবেকের কাছে
মানবতা আজ ফাঁটছে।

সবাই জানে সব মানুষই
খোদা করেছেন সৃষ্টি,
ধনী গরীব সবাই সমান
রাখো সমান দৃষ্টি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!