শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে বস্তাজাল ও কারেন্ট জাল আটক



বালাগঞ্জে মৎস্য অধিদপ্তরের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মোবাইল কোর্টের অভিযানকালে বস্তা জাল ও কারেন্ট জাল আটক করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর (বুধবার) উপজেলার পেকুয়া তেতই খাল ও মকবেল পুর গ্রাম সংলগ্ন হাওর এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন-১৯৫০ এর আওতায় নিষিদ্ধ ঘোষিত প্রায় ৩০০০ মিটার কারেন্ট জাল ও ১৫০ ফুট দৈর্ঘের দুটি বস্তা জাল আটক করা হয়।

আটককৃত জাল গুলোর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ থানার এস আই জিতেন্দ্র দাশ সহ বালাগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য।

পরে আটককৃত জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আবুল কালাম আজাদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন- ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!