এ বছর বালাগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন মৈশাষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহিদ ও শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা নির্বাচিত হয়েছেন আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া। তিনি জানান গত ১৩ই সেপ্টেম্বর সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সাক্ষাৎকার গ্রহণ শেষে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) চুড়ান্তভাবে বিজয়ী উপজেলার শিক্ষক শিক্ষিকা সহ সংশ্লিষ্টদের নামের তালিকা জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে।
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক আব্দুল ওয়াহিদ ০৭ই আগস্ট ১৯৮২ সালে বালাগঞ্জ উপজেলার কলমপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মোঃ উস্তার আলী ও মাতা ফুলতেরা বিবি। তিনি ২০০৪ সালে সিলেট এম.সি. কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এম.এস.এস. সম্পন্ন করেন। আব্দুল ওয়াহিদ ০৩ জানুয়ারি ২০০৮ সালে মৈশাষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করেন।
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নুরজাহান বেগম বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত আব্দুল মুকিত এবং মাতা আম্বিয়া খানম। ১৯৮৪ সালে তিনি বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. এবং মইনউদ্দীন আদর্শ মহিলা কলেজ থেকে এইচ.এস.সি. সম্পন্ন করেন। ০৯ ফেব্রুয়ারী ১৯৮৭ সালে বিয়ানীবাজার উপজেলার সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।