বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হলেন আব্দুল শাহাদত রুকন



আব্দুল শাহাদত রুকন

এসএম হেলাল ও তারেক আহমদ : বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দেওয়ানবাজার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আব্দুল শাহাদত রুকন বালাগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রকীব ভূঁইয়া। তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট এসএমসি সভাপতিদের সাক্ষাৎকার গ্রহণ শেষে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) চুড়ান্তভাবে বিজয়ী উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি সহ সংশ্লিষ্টদের নামের তালিকা জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে।

আব্দুল শাহাদত রুকন নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ২য় বারের মতো দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির ২ দফা শিক্ষানুরাগী সদস্য ও ১ বার ভূমি দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, এর আগে এম মুজিবুর রহমান এর পাঠানো বার্তা ও ফেসবুকে তাঁর দেয়া স্ট্যাটাসের ভিত্তিতে ‘বালাগঞ্জ উপজেলা এসএমসি’র শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন এম মুজিবুর রহমান’ শিরোনামে একটি সংবাদ প্রকশিত হয়। কিন্তু পরে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর নাম পাওয়া যায়নি, সেখানে শেষ্ঠ এসএমসি হিসেবে আব্দুল শাহাদত রুকনের নাম উল্লিখিত।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!