বালাগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে জমজমাট পশুর হাট। উপজেলার বালাগঞ্জ বাজার ও মাদ্রাসা বাজারে স্থায়ী দু’টি পশুর হাট রয়েছে। এছাড়া আরও তিনটি হাটে অস্থায়ীভাবে গরু-ছাগল ক্রয়-বিক্রয় চলছে। অস্থায়ী পশুর হাট বসেছে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের কালিবাড়ি বাজার, পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর বাজার এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার। ‘টোল ফ্রি’ হিসেবে পূর্ব গৌরীপুর ইউনিয়নের স্থানীয় সিরাজ বেগ বাজারে চলছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত পশুর হাট। প্রতি শুক্রবার এবং সোমবার সিরাজ বেগ বাজারে স্থানীয় বিভিন্ন গ্রাম এবং পাশ্ববর্তী রাজনগর উপজেলার বিভিন্ন গ্রামবাসীর অংশগ্রহণে ঈদুল আযহাকে সামনে রেখে এ হাট বসছে।
সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে আলাপকালে জানা গেছে, উপজেলা সদরের বালাগঞ্জ বাজারে সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার স্থায়ী পশুর হাট বসে। আরেক স্থায়ী হাট দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে হাট বসে শুক্রবার এবং সোমবার। অবশ্য পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অধিকাংশ হাটে বর্তমানে প্রতিদিন বেচাকেনা চলছে। করোনাভাইরাসজনিত দুর্যোগের কারণে এসব হাট-বাজারসমুহে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বিশেষ উদ্বেগ রয়েছে। তারপরও উৎসুক মানুষের ভীড় করতে দেখা গেছে।
আলাপকালে জানা গেছে, এবার দেশী গরু-ছাগলের যোগান অন্য বছরের তুলনায় বেশি রয়েছে। বাজারে দাম তুলনামূলক কম থাকায় ক্রয়-বিক্রয়ও বাড়তি রয়েছে। ঈদের শেষ সময়ে বেচাকেনা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আলাপকালে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, বালাগঞ্জে ২টি স্থায়ী পশুর হাটের পাশাপাশি আরও ৩টি হাটে ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী হাট বসছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ নাজমুল হাসান জানিয়েছেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশে টহল অব্যাহত রয়েছে।