বালাগঞ্জে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ মানববন্ধন কর্মসূচি ও পরে উপজেলা নির্বাহী অফিসার, বালাগঞ্জ এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে অনুষ্ঠানিক ভাবে বেলা ৩ ঘটিকার সময় শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেছেন।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রতাপ কুমার চক্রবর্তী।
আরো উপস্থিত ছিলেন – মোঃআব্দুছ ছত্তার, মোঃআতাউর রহমান, স্বপন কুমার ভট্টাচার্য্য, মোঃনুরুর রহমান চৌধুরী, সন্তোষ চক্রবর্তী, কল্পনা দাশ, নিবেদিতা চক্রবর্তী, লালমোহন দাশ নান্টু, মোঃ লেবু মিয়া, কালীপদ আচার্য্য, সিদ্ধার্থ সঙ্কর দে, সঞ্জীব দাশ, মোঃআব্দুল হাকিম, নিবারন চন্দ্র দাশ, মোঃআশিদ আলী, রুহুল আমীন, মোঃজুনেদ আহমদ, কেতকী চক্রবর্তী, রথীন্দ্র চক্রবর্তী, মোঃইলিয়াছ শাহ, প্রভাত চন্দ্র দাশ, আব্দুল আহাদ, ব্রজেন্দ্র রায়, মোঃ সায়েদ মিয়া প্রমুখ। আরো অনেকেই।
উপস্থিত সকলেই একবাক্যে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ আসন্ন শারদীয় দূর্গা পূজার ছুটি ৪ অক্টোবর হতে ঘোষণার জোর দাবি জানান।