বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী, প্রবাসী কমিউনিটি নেতা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী ও আমেরিকা প্রবাসী এডভোকেট শেখ মতিউর রহমানের স্মরণে স্মরণসভা, খতমে কোরঅান ও দোয়া মাহফিল গত ২৯জুলাই অপরাহৃে জামেয়া ইসলামিয়া ফিরোজা-বাগ মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় হলকক্ষে অনুষ্ঠিত হয়। জামেয়ার প্রিন্সিপাল মাও: অাব্দুল মালিক(দা:বা:) এর সভাপতিত্বে দোয়া মাহফিল শুরু হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন, জামেয়ার এসিসটেন্ড প্রিন্সিপাল(না’যিমে তা’লীমাত) মাও: ফয়েজ অাহমদ, জামেয়ার সিনিয়র শিক্ষক, মাও: অাব্দুস শহিদ, মাও: অাবুল কালাম, মাও: ফখরুল ইসলাম ফারুক, মাও: অালী অাজগর, মাও: মুমিনুর রহমান, মাও: জুনাইদ অাহমদ, হাফিজ মাও: অালী নুর অাকবর সহ শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।
অনুষ্টানের শুরুতে কোরঅান তেলাওয়াত করেন মাও: অালী নুর অাকবর। অনুষ্টানটি সঞ্চালনা করেন জামেয়ার নাযীমে তা’লীমাত মাও ফয়েজ অাহমদ।
অনুষ্টানে মাও: অাব্দুল মালিক(দা:বা:) বলেন, যিনিই আমাদের জীবন দান করেছেন তিনিই আমাদের মৃত্যু নিশ্চিত করছেন। মরহুম ২ জনের স্মরণে তিনি বলেন, মরহুম অাঃ মতিন চৌ: ও এডভোকেট মতিউর রহমান খুব অসময়েই আমাদের ছেড়ে চলে গেছেন তাঁর এই মৃত্যুতে আমরা সবাই ব্যথিত ও মর্মাহত। তারা স্বজন, সদাহাস্য ও সদালাপী মানুষ ছিলেন। তিনি তাঁর ব্যবহার, আচার-আচরণের কারণে সকলের কাছে সার্বজনীন ভালোবাসার মানুষ ছিলেন। তিনি অারোও বলেন, তারা অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন কিন্তু যুগের আধুনিকতাকে পরিহার করে নয়। তিনি মরহুমদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে স্মরণসভা,খতমে কোরঅান এর দোয়া করেন।