রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোহাম্মদ ইকবাল হোসেন রসিক

প্রাণের গভীরে



প্রাণের গভীরে কোন দূর্জয় প্রদেশে
তোমার ছায়া পেলাম,
প্রাণের গভীরে কোন প্রান্তহীন প্রদেশে
তোমার কেশ ছড়িয়ে দিলাম,
প্রাণের গভীরে কোন দূর্বোধ্য প্রদেশে
তোমার ভালোবাসা রেখে দিলাম,
প্রাণের গভীরে কোন অনন্ত প্রদেশে
তোমায় বধূ সাজিয়ে হারিয়ে গেলাম,
প্রাণের গভীরে কোন অনন্ত প্রদেশে
তোমায় রাত্রি প্রহরে পাহারা দিলাম,
প্রাণের গভীরে পথহারা পথে
তোমায় হারিয়ে ফেললাম,
তবুও
অমৃত অভিসারে
আবারও প্রাণের গভীরে
তোমার ছায়া পেলাম,
প্রাণের গভীরে অমৃত অভিসারে
ছায়া জড়িয়ে পথ চললাম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!