রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চেয়ারম্যান নাজমুল আলমের অভিনন্দন



চেয়ারম্যান নাজমুল আলম (বামে)  ও  মোহাম্মদ শাহজাহান

দেওয়ান বাজার ইউনিয়নের কৃতি সন্তান, নিরাপদ সড়ক চাই (নিসচা) বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি, যুক্তরাজ্যস্থ বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের অন্যতম সদস্য, গহরপুর দেওয়ান বাজার ট্রাস্টের সাধারণ সম্পাদক, তরুণ সমাজ সেবক মোহাম্মদ শাহজাহান – বৃটেনের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ইমিগ্রেশন সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাজমুল আলম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক বিশেষ বার্তায় বলেন,  বৃটেনের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতি’ বরাবরই দেশের বিভিন্ন জনকল্যাণমূলক কাজ নিরবে অত্যন্ত নিষ্ঠার সাথে করে যাচ্ছে। তাই জনহিতকর কাজে ব্রত এমন এক সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইমিগ্রেশন সম্পাদক’ পদে আমার এলাকার সুপরিচিত সমাজকর্মী জনাব মোহাম্মদ শাহজাহান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। তাই আমি আমার ইউনিয়নের জনগণের পক্ষ থেকে জনাব শাহজাহান সহ এই সংগঠনের নির্বাচিত অন্যান্য সকলের প্রতি অভিনন্দন ও নিরন্তর শুভকামনা জ্ঞাপন করছি।

 

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!