বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন ‘মাদার তেরেসা স্বর্ণ পদক-২০১৮’ এ ভূষিত



বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন ‘মাদার তেরেসা স্বর্ণ পদক-২০১৮’ এ ভূষিত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ ঢাকা এই সম্মাননা প্রদান করে।

৭ অক্টোবর (রোববার) সকাল ১০.০০ঘটিকায় সংগঠনের সমন্বয়ক প্রেম সাগর মিলন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিনের হাতে তাঁর এ প্রাপ্ত পদক তুলে দেন। এসময় থানার অন্যান্য অফিসার বৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।

অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন (জাতিসংঘ পদকপ্রাপ্ত) তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এ অর্জন আমার একার নয়, সমগ্র বালাগঞ্জবাসীর। ইতোমধ্যে বালাগঞ্জ উপজেলা মাদকমুক্ত হয়েছে। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে মানুষের সেবায় আরো কাজ করতে চাই।

উল্লেখ্য, ১২ এপ্রিল ২০১৭ সাল থেকে এসএম জালাল উদ্দিন বালাগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। ইতোমধ্যে তিনি আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বঙ্গবীর এমএ জি ওসমানী সম্মাননা-২০১৮, হিউম্যান রাইটস পিস এ্যায়ার্ড-২০১৮, ও সোনার বাংলা অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!