ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের সৌদি প্রবাসী রিকু মিয়ার স্ত্রী জাসনা বেগম দীর্ঘদিন থেকে গলায় দুইটি টিউমার নিয়ে বেচে আছেন। সৌদি প্রবাসী স্বামী উপার্জনে অক্ষম। সর্বশেষ গত বছর তিনি পারিবারিক অসচ্ছলতার কারণে সৌদি আরব যান রিকু মিয়া। কিন্তু সেখানে কাজের কোন সুযোগ না থাকায় বর্তমানে তিনি অক্ষম অবস্থায় রয়েছেন।
জাসনা বেগমের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলের বয়স ৬ বছর। অসুস্থ জাসনা বেগম চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসার জন্য সহযোগিতার আহবান জানিয়েছেন এলাকাবাসী।
জাসনা বেগম’কে সহযোগিতার জন্যঃ ব্যাংক হিসাব নং এক্সিম ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখা, হিসাব নং -৩০১২১০০১৫৮৩৪৬, বিকাশ (ব্যক্তিগত) ০১৭৪১৯৬৮০৪৬ এবং উল্লেখিত বিকাশ একাউন্ট নাম্বার তাহার পারিবারিক যোগাযোগ ফোন নাম্বার।