গত ১১ অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় নিহত, আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামী পলাতক এসআই (বরখাস্ত) আকবর হোসেনকে কানাইঘাটের সীমান্ত এলাকায় গ্রেফতার করতে স্থানীয় যুবকদের সাহসিকতার জন্য ১লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, গ্রাণ্ড সিলেট হোটেল এণ্ড রিসোর্টের ডাইরেক্টর, পার্কভিট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক।
আলাপকালে তিনি বলেন, এসআই (বরখাস্ত) আকবর হোসেনকে গ্রেফতারের মাধ্যমে সিলেটের শান্তিপ্রিয় মানুষের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। দেশে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে যে বা যারা সাহসী ভূমিকা পালন করেন তারা আমাদের গৌরব। তিনি এসআই (বরখাস্ত) আকবরকে গ্রেফতার করতে সাহসী ভূমিকা রাখার জন্য খাসিয়া যুবসমাজ এবং স্থানীয় নাগরিক এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। আব্দুল আজিজ মাসুক জানান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনাক্রমে সংশ্লিষ্টদের এ পুরস্কার প্রদান করা হবে। তিনি রায়হান আহমদ হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।