সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরে মাওলানা কুতুব উদ্দিন (রহঃ) ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত



ওসমানী নগরে মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর)  উপজেলার উছমানপুর ইউনিয়নের স্থানীয় মীরপুর মরহুম মাওলানা কুতুব উদ্দিন (রহঃ) এর নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা কুতুব উদ্দিন (রহঃ) স্মৃতি বিজড়িত ৭নং ওয়ার্ডে একটি ইবতেদায়ীসহ হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠার করার লক্ষে মীরপুর, রঘুপুর, মোমিনপুর গ্রামের উপস্থিত সর্বস্থরের জনসাধারণ একমত পোষণ করেন।

সমাজসেবী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও মমনুর রহমান মমনুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বাজার এফ.ইউ. সিনিয়র আলীয়া মাদ্রাসার সাবেক শিক্ষক, সাহিত্যিক আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাদার বাজার এফ. ইউ. সিনিয়র আলীয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ও গভর্নিং বডির সদস্য, বিশিষ্ট বুজুর্গানে দ্বীন হযরত মাওলানা আব্দুল মছব্বির রাঙ্গাপুরী, সাংবাদিক ডাঃ তখলিছ আলী, সমাজসেবক হাজী ফরহাদুল ইসলাম, জামাল আহমেদ (সাবেক মেম্বার), আনোয়ারুল ইসলাম, হাফিজ রফিকুল ইসলাম, ডাঃ মতাহির আলী রিয়ান, জুনাব আলী, হাজী হারুন মিয়া, আনু মিয়া, খালেদ মিয়া (বর্তমান মেম্বার), বশির আহমেদ, হান্নান মিয়া, হাজী আনছার মিয়া, ছালিক মিয়া, কামিল আহমদ, পংকি মিয়া, শাহজাহান আহমেদ সাজু, মাওলানা কাজী মঞ্জুর আহমেদ (মীরপুরী), সাংবাদিক হাফিজ নুরুল ইসলাম রাফি, সফিক মিয়া, ক্বারী ইসলাম উদ্দিন, কবি বুরহান উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় সর্বসম্মতি ক্রমে মাওলানা কুতুব উদ্দিন (রহঃ) ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার সৃদ্ধান্ত গৃহিত হয়। উক্ত মাদ্রাসার জন্য ১২ শতক ভূমি দান করেন মমনুর রহমান মমনুন, ৮ শতক ভূমি দান করেন হাজী ফরহাদুল ইসলাম, মাটি ভরাটের বাবত খরচ দান করেন হাজী আনোয়ারুল ইসলাম ও ঘর নির্মান বাবত খরচ দাতা কামিল আহমদ ।

এছাড়া আগামী শিক্ষাবর্ষ হতে মাদ্রাসার কার্যক্রম শুরু করার লক্ষ্যে আব্দুর রউফ মাষ্টারকে প্রধান উপদেষ্টা করে ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন, মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরী কে সভাপতি ও মমনুর রহমান মমনুনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ এবং ৭
সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটির গঠন করা হয়।

বাস্তবায়ন কমিটির সদস্য গণ হলেন- মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরী, খালেদ মিয়া মেম্বার, আনোয়ারুল ইসলাম, মমনুর রহমান মমনুন, কামিল আহমদ, পংকি মিয়া ও মোঃ আব্দুর রহমান। সবশেষে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল মুছাব্বির (রাঙ্গাপুরী হুজুর)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!