‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বালাগঞ্জে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৩ অক্টোবর (শনিবার) সকাল ১১ঘটিকায় বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রীতি ভূষন দাশের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবদাল মিয়া। বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী বৃন্দ।
পরিশেষে, দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।