বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত



বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার উদ্যোগে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মালয়েশিয়া যুবদল। ২৮ অক্টোবর (রবিবার) বিকাল ৭টায় কুলালামপুরের হোটেল দ্যা পালমা তে কেক কেটে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগরের পরিচালনায় ও যুবদল মালয়েশিয়া সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা খোকন ,মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, আতাউল্লাহ জাহিদ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল মালয়েশিয়ার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, মালয়েশিয়া বিএনপি যুবদলের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ। তাছাড়া মোবাইল ফোনে দেশ থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম এ কাইয়ুম, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি ও লন্ডন অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর সব ধরণের মামলা প্রত্যাহারের দাবি জানান ।

আলোচনা সভার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!