ঢাকায় সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান আব্দুল কাইয়ুম চৌধুরী সহ-সভাপতি পদে ১১০৫ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুশ শহীদ ৮০০ ভোট পেয়েছেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গেও জড়িত। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আব্দুল কাইয়ুম চৌধুরী অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের এপিএস ছিলেন।
সভাপতি পদে একে আব্দুল মুবিন ১০৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৯৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন।
শনিবার (২৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলাকালীন সময়ে এ নির্বাচন সম্পন্ন হয়। সকাল ১০টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।