অন্যান্য বছরের মতো এবারও সিলেটের ফেঞ্চুগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জেডএসসি পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। ফেঞ্চুগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের জুনিয়র স্কুৃল সার্টিফিকেট পরীক্ষায় ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে মোট ২৩৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে জেএসসিতে ১৮৫৩ জন ও জেডিসিতে ৪৭৭ জন। আর ছাত্র-ছাত্রীর হিসাবে, ছাত্র সংখ্যা ৭৪৮ এবং ছাত্রী ১১০৫ জন।
এদিকে, জেডিসিতে ফেঞ্চুগঞ্জ উপজেলার সাতটি মাদ্রাসা থেকে এবার ৪৭৭ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। তার মধ্যে ছাত্র ২০৭ জন এবং ছাত্রী ২৭০ জন।
দুটি শাখা মিলে ফেঞ্চুগঞ্জ উপজেলায় এবারও ছাত্রদের তুৃলনায় ছাত্রী সংখ্যা বেশি। জেএসসি ও জেডিসিতে এবার ২৩৩০জন পরিক্ষার্থী। তার মধ্যে ছাত্রী সংখ্যা ১৩৭৫ এবং ছাত্র সংখ্যা ৯৫৫ জন। ছাত্রদের তুলনায় ৪২০ জন ছাত্রী বেশি।
এ ব্যাপরে ফেঞ্চুগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা বলেন, দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। এবং লেখা পড়ায় ও তাঁরা এগিয়ে। তাছাড়া গরীব পরিবারের ছেলেরা প্রঞ্চম শ্রেণীর পর অনেকেই সংসারের হাল ধরতে কাজে লেগে যায়। এমনকি তার আগেও অনেকে বাদ পড়ে যায়। যার কারণে প্রতি বছর ছাত্রদের তুৃলনায় ছাত্রীদের সংখ্যা এগিয়ে থাকে।