শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইম একাডেমীর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল



সিলেটের বালাগঞ্জ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রাইম একাডেমীর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫ই নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ঘটিকায় একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রাইম একাডেমীর পরিচালক সায়েম আহমেদ সোহেল এর সভাপতিত্বে পরিচালক ও প্রিন্সিপাল মোঃ আব্দুর রহমান এর পরিচালনায়, বক্তব্য রাখেন পশ্চিম গৌরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজির আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমী’র পরিচালক খন্দকার আব্দুল মুমিন, সমাজসেবক জামাল মিয়া মেম্বার, মোঃ খালিছ মিয়া, মোঃ আজম আলী, মাওলানা আব্দুল আজিজ, ডাঃ এনামুল হক এনাম, জুয়েল মিয়া, দৈনিক ডেসটিনি সহকারী জেলা সমন্বয়ক মোঃ আব্দুস শহিদ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষক রাসেল আহমদ, মিন্টু বিশ্বাস, শেখ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম ইব্রাহীম, নাবিল হায়দার চৌধুরী, মিজানুর রহমান, শিক্ষক হায়দার রাজা এমরান, শাহেদ আহমদ, মোঃ কামরুল ইসলাম, সায়েমা বেগম, খন্দকার ইউসুফ আলী, মিজানুর রহমান, অভিবাবক আব্দুর রহমান নোমান, তৈয়ব আলী, মছদ্দর আলী, মাওলানা জালাল উদ্দিন, মাসুক মিয়া, প্রতিষ্ঠাকালীন শিক্ষিকা হেলেনা বেগম, মরিয়ম আক্তার মুন্নি, সাবেক শিক্ষিকা মাজেদা বেগম, পারভিন বেগম, সাবেক ছাত্র লিলু মিয়া, শাহিন আহমদ, রাজেল আহমদ, রিমন খান, জহিরুল ইসলাম রনি, তারেক আহমদ, আল আমিন, শাহিন আহমদ এবং ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাইভের ছাত্র মুজাক্কির আহমদ ও শেখ সাব্বির প্রমুখ।

তাছাড়া পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাস ফোরের ছাত্র মীর তাহলিল আহমদ শাহী ও ফাইভের ছাত্রী তাহমিনা জান্নাত রাফিন, ইসলামী সঙ্গীত পরিবেশন করে ফাইভের ছাত্রী ফাহমিদা আক্তার জুঁই ও ফোরের ছাত্রী রোহামা আক্তার জাকিয়া, কবিতা আবৃত্তি করে ফাইভের ছাত্রী হুমায়রা আক্তার মরিয়ম ও আফজাল রাজা।

উক্ত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক সকল ছাত্র-ছাত্রী বৃন্দ, অভিভাবক বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন। প্রথমেই একাডেমীর ছাত্র ছাত্রীরা অতিথি সহ সকলকে ফুল দিয়ে বরণ করে নেয়।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠা কাল থেকে অত্র একাডেমী প্রাথমিক সমাপনি পরিক্ষায় শতভাগ ফলাফল, সরকারি ও বেসরকারি বৃত্তি অর্জন করে আসছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!