সাফটা চুক্তির আওতায় শামীম আহমেদ রনি পরিচালিত ঢাকাই ছবি ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ কলকাতায় মুক্তি পাচ্ছে। তার বিপরীতে বাংলাদেশে মুক্তি দেয়া হচ্ছে বাবা যাদব পরিচালিত ও অঙ্কুশ অভিনীত আলোচিত ছবি ‘ভিলেন’।
‘মেন্টাল’ ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত ইমরোজ তিশা, পড়শী, আঁচল, মিশা সওদাগর, পারভেজ চৌধুরী। বাংলা এক্সপ্রেস ফিল্মস প্রযোজিত ছবিটি ২০১৬ সালের ৭ জুলাই মুক্তি পেয়েছিল। মুক্তির প্রায় তিন বছর পর এবার মুক্তি পাচ্ছে কলকাতায়।
এদিকে বাংলাদেশে ‘ভিলেন’ ছবিটি আমদানি করছে এনইউ আহমেদ ট্রেডার্স।
গত রবিবার ‘ভিলেন’ বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সেন্সর হবে। অন্যদিকে ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিও কলকাতায় সেন্সরে জমা পড়েছে ।
ক্রাইম থ্রিলার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ভিলেন’। প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ১২ অক্টোবর দূর্গা পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল ছবিটি।