স্থানীয় সিরাজপুর গ্রামে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী। সভাপতিত্ব করেন প্রবীণ মুরুব্বি হাজী ময়না মিয়া। বৈঠকে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মুকিত, জহির আহমদ এমরান, মাওলানা হারুন খান, হাফিজ তাহির আলী, হাফিজ ছমির উদ্দিন, হুসাইন আহমদ ইসলাহ, মো. শাহজাহান, বুরহান উদ্দিন, ছাত্র মজলিস নেতা আতিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৩০ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আতিকুর রহমানকে রিক্সা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।